History of Whf

বিশ্ব হিন্দু ফেডারেশন

বাংলাদেশ

“ জনকল্যানকর স্বেচ্ছাসেবী সংগঠন ”

ঃ ভূমিকা ঃ
প্রাগৈতিহাসিকভাবেই বাংলাদেশ সনাতন হিন্দু ধর্মের একটি পবিত্র তীর্থ ভূমি। এই ভূমিতে ভগবান শ্রী রাম চন্দ্র পদার্পন করেছেন সীতা মাতাজি আর লক্ষণকে নিয়ে । এই ভূমিতে মহামায়া সতী’র পবিত্র দেহ খন্ডাংশ রয়েছে। এখানেই নশ্বর দেহ ত্যাগ করেছেন পরম ব্র্হ্মচার্য বাবা লোকনাথ। পদচিহ্ন রয়েছে অগুনিত দেবতা, সন্নাসী আর পূন্যার্থীদের। শতাব্দির পর শতাব্দি বঙ্গ, বঙলা বা বাংলাদেশ যে নামেই এই পবিত্র পাটি পরিচিত হোকনা কেনো একদা এখানে শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মীয় মানুষই বসবাস করতো। অন্য কোনো জাতি গোষ্ঠি বা ধর্মের লোক ছিলনা। কালের আবর্তে বর্ণ বৈষম্য আর সামাজিক নানা ঘাত-প্রতিঘাতে সেই সব সনাতন হিন্দুদের অনেকে বৌদ্ধ, খ্রিস্টান এবং ইসলামসহ বিভিন্ন ধর্ম গ্রহন করে।

ভূ-রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাস এমন যে, এই দেশ বা মাটিতে সনাতন হিন্দুরা এখন সংখ্যালঘু। দিন যত যাচ্ছে ততই বিলুপ্ত প্রায় হতে চলেছে এই দেশের হিন্দু ভূমি পুত্ররা । কিছুটা কমলেও সনাতন হিন্দুদের মধ্যে এখনো রয়েছে বর্ণবাদ, হিংসা এবং অনৈক্য । নিজেদের মধ্যে ঐক্য না থাকায় বিধর্মীদের দ্বারা প্রতিনিয়ত হচ্ছে নির্যাতনের শিকার । আর্থ-সামাজিক ক্ষেত্রে হচ্ছে বিপর্যস্ত। নিরুপায় হয়ে উঠেছে ধর্ম পালনে। প্রতিনিয়ত কোনো না ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দুরা। হিন্দু মা বোনরা ধর্ষনের শিকার হচ্ছেন, খুন, অপহরন হচ্ছেন, শ্লীলতাহানির শিকার হচ্ছেন। হিন্দু ভাইদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখল, লুটপাট ভাংচুর হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছেন তারা। মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান এবং হিন্দুদের ঘর বাড়ি ভাংচুর, লুটপাট হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। জবরদখল করা হচ্ছে, ধর্মীয় ও দেবোত্তর সম্পত্তি-সম্পদ। মৌলিক-মানবিক অধিকার রক্ষায় সনাতন হিন্দুদের প্রতিবাদ করারও সাহস হারিয়ে যাচ্ছে দিনকে দিন।

এই অবস্থার পরিবর্তন আনতেই সৃষ্টি হয়েছে বিশ্ব হিন্দু ফেডারেশন, বাংলাদেশ। যার মূল এবং প্রধান লক্ষ্যই হচ্ছে সনাতন হিন্দুদের মধ্যে ঐক্য গড়ে তোলা। হিন্দুরা যাতে বর্তমান এবং ভবিষ্যতে সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতে পারে সেই লক্ষ্যে তাদের মৌলিক সমস্যাগুলো নিয়ে গবেষণা করবা, সমস্যা চিহ্নিতকরা এবং সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এছাড়া অন্যতম কাজ হচ্ছে সনাতন হিন্দু ধর্মের মানুষের আত্মরক্ষা, নির্বিঘ্নে ধর্ম প্রতিপালন এবং মানবাধিকার রক্ষায় জনসচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে জনকল্যানমূলক কাজ করা। ঐক্য, সম্প্রতি, শৃঙ্খলা এবং প্রগতি সংগঠনটির মূল মন্ত্র। বিশ^ হিন্দু ফেডারেশনর ভিত্তি হচ্ছে, এটা একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।